ইউরোপ যাত্রায় এজিয়ান সাগরে নৌকাডুবিতে প্রাণ হারাল কমপক্ষে ১৪ অভিবাসী

তুরস্কের বোড্রম শহরের কাছে এজিয়ান সাগরে একটি অভিবাসী বোঝাই নৌকা ডুবে গিয়ে কমপক্ষে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ অন্যান্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

মুগলা প্রদেশের বোড্রমের ওর্তাকেন্ট উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথেই জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু হয়। দুর্যোগ মোকাবিলায় চারটি তুর্কি কোস্ট গার্ডের জাহাজ, একটি ডাইভিং দল, একটি হেলিকপ্টার এবং একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

মুগলা গভর্নর দপ্তর জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বোড্রমের আদা বার্নু এলাকায় এক আফগান নাগরিক জরুরি সহায়তা চেয়ে ১১২ ইমার্জেন্সি কল সেন্টারে ফোন করেন। তিনি জানান তারা মোট ১৮ জন যাত্রী নিয়ে বিটেজ এলাকা থেকে একটি ফোলা নৌকাযোগে যাত্রা শুরু করেছিলেন।

কলদাতা ব্যক্তি জানান যাত্রা শুরুর প্রায় ১০ মিনিট পরেই নৌকাটিতে পানি উঠতে শুরু করে এবং সেটি ডুবে যায়। তিনি প্রায় ছয় ঘণ্টা সাঁতরে কাছাকাছি তীরে পৌঁছাতে সক্ষম হন।

কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার অভিযানের ফলে ২ জন অভিবাসীকে বিপদ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন অভিবাসী কাছাকাছি অবস্থিত তুর্কি দ্বীপ চেলেবি দ্বীপে সাঁতরে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। তবে, দুর্ভাগ্যবশত ১৪ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ