মাকসুদ রহমান, বিশেষ প্রতিনিধ: উত্তর পূর্ব ইতালির সর্ববৃহৎ শহর পাদোভা। চিকিৎসা সেবায় বিখ্যাত পাদোভা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম মধ্য যুগ থেকে বিশ্ব খ্যাত। ভুবন বিখ্যাত চিকিৎসক সেন্ট এ্যান্টনিয় ছিলেন
পাদোভা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এই শহরটিতে বসবাস করছেন বিশ হাজারের বেশি বিদেশি, যাদের মধ্যে কয়েক হাজার বাংলাদেশি প্রবাসী।
বিদেশিদের প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ৩ বছর আগে সরকারি তত্ত্বাবধানে নির্বাচনে বিদেশিদের প্রতিনিধি নির্বাচিত হন নাহিদ হোসাইন রিবিন।
গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে শাক্তিশালী করা এবং গণপ্রতিনিধিদেরকে কাছাকাছি এনে,তাদের ভালো কাজগুলো একে অপরের নিকট তুলে ধরার পাশাপাশি, সম্পর্ক উন্নয়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেকনফারেন্সের আয়োজন করা হয়। এতে ইতালির গুরুত্বপূর্ণ পাদোভা শহরের বিদেশিদের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়ে ৭ জুন বুধবার যোগদান করেন, বাংলাদেশি ইতালি প্রবাসী কাউন্সিলর নাহিদ হোসাইন রিবিন।
ইউরোপীয় পার্লামেন্টে বৈঠকে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পেরে,খুশি বাংলাদেশর কুমিল্লার ছেলে ইতালি প্রবাসী নাহিদ হোসাইন রিবিন। ইউরোপ পার্লামেন্টের বৈঠকে উপস্থিত হতে পেরে খুশি কাউন্সিলর রিবিন এবং সেই সঙ্গে তাকে ভোট দিয়ে এমন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানান, ইতালির পাদোভা শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ ঐ শহরের বিশ্বের সকল বিদেশি ভোটারদের।
