ইউটিউবে ভিডিও দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা দুই যুবক

বেশ কয়েকদিন ধরে ইউটিউবে মোটরসাইকেল চুরির ভিডিও দেখে চুরির কৌশল রপ্ত করেছিলেন দুই যুবক। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন— প্রথমবার চুরি করতে গিয়েই ব্যর্থ হন তারা। জনতার হাতে ধরা পড়ার পর ক্ষমা চেয়ে অকপটে স্বীকার করেন নিজেদের দোষ।

সোমবার (৫ মে) ঘটনাটি ঘটে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পাশে। এ সময় তাদের কাছ থেকে চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়।

আটক হওয়া দুই মোটরসাইকেল চোর চক্রের সদস্য হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন।

জানা যায়, বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন দুই যুবক। তবে মোটরসাইকেলটির হাইড্রোলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা দুজনকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোটরসাইকেলটির মালিক আরিফুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলেন। এসে দেখেন মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, দুই চোরকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ