রাশিয়ার পূর্বঘোষিত ৩০ এপ্রিলের হামলা ঠেকাতে ইউক্রেনকে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রোববার নিউজউইক ম্যাগাজিন পেন্টাগন ও মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে ফাঁস হওয়া গোপন নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তাস।
প্রতিবেদনে বলা হয়, ‘ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যুক্তত্রাষ্ট্র ও তার মিত্ররা। তারা ইউক্রেনকে বসন্তের ‘পালটা আক্রমণের’ জন্য তৈরি করতে ব্যস্ত। নথি অনুযায়ী এটি এপ্রিলের শেষে শুরু হতে চলেছে।’
নথিতে আরও বলা হয়, পালটা আক্রমণ ‘ইউক্রেনের দশম অপারেশনাল সৈন্যদল দ্বারা পরিচালিত হবে। নয়টি ব্রিগেডের সমন্বয়ে গঠিত। আর এটি এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দ্বারা পুনরায় সজ্জিত করা হচ্ছে।
ফাঁস হওয়া নথির বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘৯টি ব্রিগেডের জন্য প্রয়োজন ২৫৩টি ট্যাংক, ৩৮১টি যান্ত্রিক যান, ৪৮০টি সামরিক যান, ১৪৭টি আর্টিলারি পিস এবং ৫৭১টি আমেরিকান এইচএমএমডব্লিউভি সাঁজোয়া যান।
মার্কিন গোয়েন্দাদের মতে, আর্টিওমোভস্ক (ইউক্রেনীয় নাম বাখমুত) ধীরে ধীরে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আর তা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য হবে ‘একটি মানসিক আঘাত’। যদিও ইউক্রেনের সেনাদের মনোবল ইতোমধ্যেই ভেঙে পড়েছে বলে জানা যায়। এর আগে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য জ্যাক টেক্সেইরাকে পেন্টাগন গোপন নথিপত্র ফাঁস করার মামলায় গ্রেফতার করেছিল।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থের জন্য এ ধরনের কর্মের ফলাফলগুলো মূল্যায়ন করে সংবেদনশীল তথ্যে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বিদ্যমান পদ্ধতিগুলো পর্যালোচনা করবে।