ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা হিসেবে ৬০০ মিলিয়ন ডলারের নতুন একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা অভিযানের সমর্থনে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হলো। খবর দ্য গার্ডিয়ানের।
হোয়াইট হাউসের নির্বাহী শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, এ সহায়তার আওতায় বিভিন্ন সরঞ্জামাদি ও সেবার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি এবং অস্ত্রের ধরনের ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক সহায়তায় এক হাজার ৫০০ কোটি ডলারের বেশি প্রদান করেছে। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী ব্যাপক প্রতিরোধ যুদ্ধ শুরু করার দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ ঘোষণা এল।