ইংরেজি নতুন বছরে ইতালি প্রবাসী বাংলাদেশীদের জি এম কিবরিয়ার অভিনন্দন ও শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট:ইতালিতে বাংলাদেশ কমিউনিটিতে সুস্থ ধারি তৈরিতে যার অবদান অসামান্য, সামাজিক এবং ইমিগ্রেশন আন্দোলনের অন্যতম নেতা, ইতালী আওয়ামী লীগের অন্যতম প্রধান নেতা, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া ইতালী প্রবাসী সকল বাংলাদেশীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জি এম কিবরিয়া এক অভিনন্দন বার্তায় বলেছেন, পুরনো গ্লানি এবং ব্যর্থতা ভুলে ঐক্যবদ্ধভাবে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি দেশের উন্নয়নে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।ইতালি প্রবাসী বাংলাদেশীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জনাব কিবরিয়া বলেন, অতীতে বাংলাদেশ কমিউনিটি সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। এই প্রবাসীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আমি তাদের সেবা করার চেষ্টা করেছি। বিভিন্ন ইমিগ্রেশন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সমাজের উশৃঙ্খল, বখাটে তরুণদের নিয়ন্ত্রিত জীবন তৈরিতে সহায়তা করেছি। আর এ সবই সম্ভব হয়েছে ইটালি প্রবাসী বাংলাদেশীদের আকুণ্ঠ সমর্থন ও রায়ের ফলে।ইতালিসহ ইউরোপ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জি এম কিবরিয়া বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি পরিচিত নাম, উন্নয়নশীল দেশের কাতারে আজ বাংলাদেশ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ইতালি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আওয়ামী লীগ প্রধান, দেশ রত্ন, জননেত্রী শেখ হাসিনা ইতিলী প্রবাসী বাংলাদেশীদের প্রতি সব সময় বিশেষ নজর রেখেছেন।বিগত দিনে তার নির্দেশেই অবৈধ অভিবাসীরা দ্রুততম সময়ে পাসপোর্ট হাতে পেয়েছে এবং তারা বৈধতার সুযোগ পেয়েছে। ইতালি সফরে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি আওয়ামী লীগের প্রতি গভীর মমত্ব প্রকাশ করেছেন। জনাব কিবরিয়া বলেন, আমাদের দলের প্রধান শেখ হাসিনা ইতালি আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি প্রথমে মৌখিক এবং পরে লিখিত অনুমোদন দেন। এ কারণেও জনাব কিবরিয়া শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গণভবনে আওয়ামী লীগের সাথে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ইতালি প্রবাসী বাংলাদেশীদের কথা গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং তিনি সুন্দর সমাধান দিয়েছেন।আগামী দিনে ইতালি প্রবাসী বাংলাদেশীদের জন্য আরো কাজ করার ইচ্ছা পোষণ করে জনাব কিবরিয়া বলেন, আপনাদের সমর্থন পেলে আমি প্রবাসী বাংলাদেশীদের জন্য নতুন দ্বার উন্মোচন করতে চাই। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান জনাব কিবরিয়া সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। বলেন, আপনাদের পাঠানো অর্থেই দেশ আরও সমৃদ্ধ হবে। বাংলা দেশ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ