‘আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত নারায়ণগঞ্জ

মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ও হজরত আয়েশা রা:-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা দলে দলে মিছিল বের করেন। এ সময় পুরো শহর ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ ধবনিতে প্রকম্পিত হয়ে উঠে।

জুমার নামাজের পরপরই ডিআইটি জামে মসজিদ থেকে সাধারণ মুসল্লিরা বিশাল মিছিল বের করে। একই সময়ে শহরের নূর মসজিদ, ফকিরটোলা মসজিদ, চাষাড়া বাগে জান্নাত মসজিদ থেকে বিশাল মিছিল বের করেন সাধারণ মুসল্লিরা। এ সময় পুরো শহর অনেকটা অচল হয়ে পড়ে।

মিছিল নিয়ে মুসল্লিরা পুরো শহর প্রদক্ষিণ করে পরে ডিআইটি মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা ভারতের ক্ষমতাসীন উগ্র সাম্প্রদায়িক দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী সা: ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকাকে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করায় ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোরও দাবি তোলেন।

বক্তারা আরো বলেন, এই ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীকে অবমাননার ঘটনা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।

ডিআইটি মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মাওলানা সিরাজুল মামুনসহ বিভিন্ন মসজিদের খতিবগণ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ