সেভেরোদোনেৎস্কের লড়াইয়ের সর্বশেষ অবস্থা জানিয়েছেন শহরটির বিভাগীয় প্রশাসনের প্রধান রোমান ভ্লাসেনকো।
গণমাধ্যম বিবিসিকে রোমান ভ্লাসেনকো জানিয়েছেন, রাশিয়ার সেনাদের এ শহর থেকে সরিয়ে দিতে তাদের আরও ভারি অস্ত্রের প্রয়োজন।
তিনি জানিয়েছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের চেয়ে সংখ্যায় বেশি না। কিন্তু রুশ সেনারা অস্ত্রের দিক দিয়ে অনেক এগিয়ে আছে।
রোমান ভ্লাসেনকো বলেছেন, লুহানেস্কের ও দোনেৎস্কের বিভিন্ন অঞ্চলে অস্ত্র পৌঁছাচ্ছে।
কিন্তু পাল্টা প্রতিরোধ দ্রুত গতিতে এবং কার্যকর করতে আমাদের আরও অস্ত্র প্রয়োজন। যোগ করেন রোমান ভ্লাসেনকো।
তিনি বিবিসিকে আরও জানিয়েছেন, রাশিয়ার সেনারা শহরের উপকণ্ঠে আছে এবং তিনদিক দিয়ে ঘিরে ধরে এটির দখল নিতে চাইছে। কিন্তু গত তিনদিনে দুইবার রাশিয়াকে প্রতিহত করে দিয়েছেন ইউক্রেনীয় সেনারা।
এদিকে সেভারোদোনেৎস্কের দখল নিতে পারলে পুরো লুহানেস্ক রাশিয়ার অধীনে চলে আসবে।
ফলে এ শহরটি দখল নেওয়ার জন্য এখন সর্বশক্তি প্রয়োগ করছে রাশিয়া। তারা বর্তমানে শহরটি ঘিরে রেখেছে।
সূত্র: বিবিসি