ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর অতীত সম্পর্ক ফের আলোচনায় আসতেই নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দেবের দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মৈত্র। এতদিন নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন রুক্মিণী। দাবি করলেন— দেব–শুভশ্রীকে ঘিরে অনবরত আলোচনার মাধ্যমে তাঁকে উদ্দেশ্য করে ‘ফাঁদ’ পাতা হচ্ছিল।
চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’—দেব ও শুভশ্রীর প্রায় এক দশক আগে শুটিং শেষ হওয়া ছবি—নিয়ে উৎসাহ ছিল স্বাভাবিকভাবেই তুঙ্গে। ছবি মুক্তির আগেই দু’জনকে একসঙ্গে প্রচারণায় দেখা যাওয়ায় শুরু হয় নতুন বিতর্ক। ট্রেলার লঞ্চে একই মঞ্চে উপস্থিতি, জনপ্রিয় গানে তাদের পারফরম্যান্স এবং পরে একসঙ্গে মন্দিরে পূজা—এসবের পরই পুরোনো প্রেমের গল্প আবারও সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়ে দেয়।
এর জের ধরেই নেটিজেনদের একাংশ দেব ও শুভশ্রীকে ‘পুনর্মিলনের’ পরামর্শ দিতে শুরু করেন। পাশাপাশি বিদ্রূপ, সমালোচনা আর কটূক্তির শিকার হন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীও।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানান,এসব বিতর্কে তিনি কখনোই প্রভাবিত হননি। তাঁর ভাষায়,‘যা রটছে তার সবটাই ভিত্তিহীন। সে মিথ্যেকে গুরুত্ব দিয়ে মন খারাপ করার কোনো মানে নেই। তাহলে তো আমি নিজেই বোকা। আমাকে বারবার একটা ট্র্যাপের মধ্যে ফেলার চেষ্টা হয়-আর আমি যদি নিজেই সেখানে পা দিই, তাহলে বোকাটা কে হলো? আমি।’
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে কোন মন্তব্যকে গুরুত্ব দেবেন, তা নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাঁর নিজের হাতেই। ব্যক্তিগত জীবনে অযথা হস্তক্ষেপ বা সোশ্যাল মিডিয়ার আওয়াজ তাঁর সিদ্ধান্ত বা মানসিকতায় কোনো প্রভাব ফেলতে পারে না বলেও স্পষ্ট করেন এ অভিনেত্রী।