আমরা পিআর পদ্ধতি কোনোমতেই মেনে নেব না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা খুব পরিষ্কার করেই বলেছি, আমরা পিআর পদ্ধতি কোনোমতেই মেনে নেব না। পিআর পদ্ধতিতে এই দেশের মানুষ অভ্যস্ত না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। ইভিএম আজ কত দিন চেষ্টা করে, ইভিএম বাদ দিতে হয়েছে। আর পিআর পদ্ধতিতে আমরা তো অভ্যস্ত না কোনো দিন। আমার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তো বিঘ্নিত হয় (পিআর পদ্ধতিতে)।’

থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আজকেও কিছু দল সমাবেশ করেছে, পিআর ও সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তাদের ব্যাপার। নির্বাচন এখন বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র উপায়। বাংলাদেশে যে সংকট আছে, রাজনৈতিক ও অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার শ্রেষ্ট পথ হচ্ছে নির্বাচন। সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটা সকলেরই কাম। তবে এটা ছাত্রদের ব্যাপার, ছাত্ররাই ভালো উত্তর দেবে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ