ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি এবং আওয়ামীলীগ নেতা আফতাব ব্যাপারীর শ্রদ্ধেয় মাতা হাজী এস্তেজা বেগম মঙ্গলবার বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন). মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি পাঁচ ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আফতাব বেপারী ও আফসার ব্যাপারীর মায়ের মৃত্যুতে ইতালির সামাজিক ও রাজনৈতিক নেতারা এবং ইতালির সাংবাদিক পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং আল্লাহর দরবারে তার বেহেস্তে নসিবের জন্য বিশেষ দোয়া করেছেন। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, ইতালি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, রনি আহমেদসহ আরো অনেকে। এছাড়া সাংবাদিক পরিবার ইতালির পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করে মরহুমা গ্রহের মাগফেরাত কামনা করা হয়েছে। অনেকে টেলিফোন করে আফতাব ব্যাপারীকে সান্তনাও দিয়েছেন। তারা সবাই মরহুমার বেহেস্ত নসিব কামনা করেছেন।
