আফগানিস্তানে সহায়তা

আফগানিস্তানের জন্য ৩২৭ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন শুক্রবার অতিরিক্ত এ অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন। এএফপি।

এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘জাতিসংঘের জনসংখ্যা তহবিল, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং এই অঞ্চলের অন্যান্য বাস্তবায়নকারী অংশীদারদের নিয়ে আফগানিস্তানসহ এর প্রতিবেশী দেশগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

এক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে মাধ্যম হিসাবে ব্যবহার করা হবে।’ তিনি বলেন, ‘আফগানিস্তানের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি স্থায়ী।

আমরা লিঙ্গ, জাতি, যৌন অভিমুখিতা, অক্ষমতার অবস্থা, ধর্ম বা পেশা নির্বিশেষে প্রয়োজনীয় লোকদের সহায়তা করি।’

শীর্ষ এই কূটনীতিক বলেছেন, এই তহবিলের মধ্যে স্টেট ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন থেকে প্রায় ১১৯ মিলিয়ন ডলার এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিসট্যান্স থেকে প্রায় ২০৮ মিলিয়ন ডলার সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের মতে, আফগানিস্তানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বা যারা যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে পালিয়ে গেছেন-তাদের জন্য নগদ সহায়তা, আশ্রয়স্থল নির্মাণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্মিলন সহায়তা প্রদানের উদ্দেশে এ প্যাকেজ ব্যবহার করা হবে।

২০২১ সালের আগস্টে তালেবানরা দেশটির দখল নেওয়ার পর থেকে আফগানিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের মোট অর্থায়ন এখন ১.১ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ