আফগানিস্তানে টানেল দুর্ঘটনায় নিহত ১২

আফগান রাজধানীর উত্তরের সঙ্গে সংযোগকারী আলপাইন টানেলে এক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েক ডজন আহত হয়েছেন।

রোববার তালেবান পরিচালিত প্রশাসনের ডেপুটি মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাবুল থেকে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) উত্তরে অবস্থিত সালং টানেলে দুর্ঘটনায় ৩৭ জন আহত হন।

আহমাদি বলেন, ‘ইসলামি আমিরাত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং এ ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও গুরুতর প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই’।

গণপূর্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সম্প্রচারমাধ্যম তুলু নিউজ জানিয়েছে, শনিবার রাতে একটি জ্বালানি ট্রাক উল্টে সুড়ঙ্গে আগুন ধরে যায়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রোববার আগুন নিভিয়ে ফেলা হয়, কিন্তু টানেলটি যান চলাচলের জন্য বন্ধ ছিল এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

তথ্যসূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ