ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইতালি প্রবাসী বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এবং ইতালি যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাজাহান সাজু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দুই কন্যাসহ বহু গুণগ্রহী রেখে গেছেন।
শাহজাহান সাজুর মৃত্যুতে বৃহত্তম ময়মনসিংহ সমিতির সভাপতি, স্বদেশ পত্রিকার চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ জসিম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন। জনাব জসিম উদ্দিন মরহুম শাজাহান সাজুর পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোক বার্তায় হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ইতালি যুবলীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে মরহুম শাহজাহান সজুর যেমন ভূমিকা ছিল, তেমনি বৃহত্তর ময়মনসিংহ সমিতি গঠনের ক্ষেত্রেও মরহুম সাজু আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
হাজী মোহাম্মদ জসিম উদ্দিন সাজাহান সাজুর রুহের মাগফেরাত কামনায় ইতালি প্রবাসী সকল বাংলাদেশীর দোয়া প্রত্যাশা করেছেন।
