অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা খান লিটনের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা, এটিএন বাংলার জার্মান প্রতিনিধি, জার্মান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক খান লিটন পদত্যাগ করেছেন।
খান লিটন তার পদত্যাগ বার্তায় বলেছেন, মূল ধারার সাংবাদিকদের নিয়ে এই সংগঠন পরিচালিত হলে তিনি আবারো ফিরে আসতে পারেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবে।
উল্লেখ্য, এই সংগঠনের কতিপয় ব্যক্তি নিজেদের ইচ্ছামত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যাকে তাকে উপদেষ্টা এবং সদস্য পদে আসীন করে সংগঠনটিকে বিতর্কিত করে তুলছে বলে অভিযোগ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে ইতালির রাজধানীর রোম থেকে ইতিমধ্যেই ৬ জন মূলধারার সাংবাদিক পদত্যাগ করেছেন।
এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফ্রান্সের জনপ্রিয় সাংবাদিক আবু তাহিরও ইতিমধ্যে তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন।
পদত্যাগী সাংবাদিকরা অনেকেই যথাযথা নিয়মে সভাপতির বরাবরে পদত্যাগ পত্র দাখিল করেছেন। তবে, পদত্যাগী সাংবাদিকরা কেউ সভাপতি জাহিদ মুমিনের বিরুদ্ধে কোন অভিযোগ না করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
ইউরোপের এই সংগঠনটির আরো বেশ কয়েকজন মূলধারার সাংবাদিক পদত্যাগ করতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ