অফিস সময় কমানোর বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় সকাল ৯ থেকে বিকাল ৩টা পর্যন্ত করার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা বা ৪টা পর্যন্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।

বিষয়টি আলোচনার পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘কেউ বলছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা বা ৪টা, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেব। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করব।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ