অপু বিশ্বাসের সিনেমা দেখতে বললেন শাকিব খান

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। সিনেমাটি অপু বিশ্বাসের প্রযোজিত ও অভিনীত।সাবেক স্ত্রী অপু বিশ্বাসের এই সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সরকারি অনুদানে করা সিনেমাটি নির্মাণ হয়েছে অপু-জয় প্রোডাকশন হাউজের ব্যানারে। প্রযোজনা প্রতিষ্ঠানের নামের সঙ্গে ছেলে আব্রাহাম জয়ের নাম জড়িয়ে রয়েছে। তাই সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন শাকিব।

শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।

তিনি আরও লেখেন, যতদূর শুনেছি ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

‘লাল শাড়ি’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

এদিকে ঈদুল আজহায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি পেয়েছে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ