সুখবর দিল রাশিয়া, স্বস্তি ফিরছে গম বাজারে

আগামী ১ আগস্ট থেকে ২ কোটি ৫০ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া, যা বিশ্ববাজারে গমের ক্রমবর্ধমান দামের লাগাম টানতে ভূমিকা রাখতে পারে।

পাশাপাশি ২২ মিলিয়ন টন সার এবং কাঁচামাল রপ্তানি হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের দ্বন্দ্ব এবং খাদ্য নিরাপত্তার বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, এ বছর আমরা রেকর্ড গমের ফলন আশা করছি।

১ আগস্ট থেকে এ বছরের শেষ অবধি নোভোরোসিস্ক বন্দর দিয়ে এ রপ্তানি কার্যক্রম চলবে। অভিযোগের সুরে বক্তৃতায় তিনি দাবি করেন, বিশ্বের চলমান খাদ্যসংকট পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। আপনারা যদি আরোপিত নিষেধাজ্ঞাগুলো নিজ উদ্যোগে প্রত্যাহারের ইচ্ছে না থাকে, তাহলে কেন আমাদের দায়ী করছেন?

তিনি জাতিসংঘে প্রশ্ন রাখেন, আপনাদের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য কেন দরিদ্র দেশ এবং অঞ্চলকে ভুগতে হবে? পশ্চিমা রাষ্ট্রের প্রতিনিধিদের দিকে ইঙ্গিত দিয়ে নেভেনজিয়া বলেন, রাশিয়ার রপ্তানি কার্যক্রম পরিচালিত বন্দরগুলো ইউক্রেনের। আপনারা নিষেধাজ্ঞা দিয়ে বন্দরগুলো ব্যবহার বন্ধ করেছেন।

বিশ্ব খাদ্য সংকটের জন্য রাশিয়ার ওপর দায় চাপানো সম্পূর্ণ ভিত্তিহীন। এর জন্য ইউক্রেন দায়ী। নিষেধাজ্ঞার কারণে নিকোলায়েভ, খেরসন, চেরনোমড়র্স্ক, মারিউপোল, ওডেসা, ইউঝনি বন্দর থেকে ১৭টি রাজ্য ৭৫টি বিদেশি জাহাজ অবরুদ্ধ করে চলছে।

তিনি ইউক্রেনের প্রতিনিধির দিকে ইঙ্গিত দিয়ে বলেন, শুধু আপনিই পারেন পরিস্থিতি বদলাতে। রাশিয়া রপ্তানির ব্যাপারে কি করতে পারে?

মারিউপোল পুরোপুরি বিজয়, লুহানস্কের স্বাধীনতা আসন্ন : টানা কয়েক মাস লড়াইয়ের পর ইউক্রেনের মারিউপোল শহর পুরোপুরি বিজয়ের দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে লুহানস্কেও স্বাধীনতা আসন্ন বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে-মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, গত এক মাস ধরে ইউক্রেনের যে যোদ্ধারা প্রতিরোধ করছিলেন তারা আত্মসমর্পণ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ৫৩১ জন যোদ্ধা চলে যাওয়ার পর শহর এবং ইস্পাত কারখানাকে পুরোপুরি মুক্ত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের যোদ্ধারা যেসব ভূগর্ভস্থ এলাকায় লুকিয়ে ছিল, তা রাশিয়ার সৈন্যদের পুরো নিয়ন্ত্রণে এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেখানে সর্বশেষ যারা প্রতিরোধ লড়াই করে যাচ্ছিলেন, তাদের ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র লুহানস্কের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার কাছাকাছি যাওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর এ দাবি করেন। একই সঙ্গে লুহানস্ক প্রজাতন্ত্রের স্বাধীনতা আসন্ন বলে মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

ফিনল্যান্ডে বিদ্যুতের পর এবার গ্যাস সরবরাহও বন্ধ করল রাশিয়া : ফিনল্যান্ডে বিদ্যুতের পর এবার গ্যাস সরবরাহও বন্ধ করে দিল রাশিয়া। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে মস্কো।

ফিনল্যান্ডের জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাসুম এ তথ্য জানিয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ মন্তব্য করে তাদের দেশে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছে গ্যাসুম।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা ইউলজানেন বলেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।’ এর আগে গত মাসে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। কারণ গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানিয়েছিল ওই দুই দেশ।

রুবলে গ্যাসের দাম পরিশোধে রাজি জার্মানি ও ইতালি : রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি এবং ইতালি। এজন্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালির সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে। এ প্রেক্ষাপটে জার্মানি এবং ইতালি তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়। যাতে করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি এড়ানো যায়।

শনিবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ব্রাসেলস ইউরোপীয় কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর গ্যাজপ্রম ব্যাংকের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার ব্যাপারে ইতালি এবং জার্মানি সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, তারা যদি রাশিয়া থেকে বর্তমান চুক্তির আওতায় গ্যাস আমদানি অব্যাহত রাখে তাতে নিষেধাজ্ঞা ভঙ্গ হবে না। তবে রুবল অ্যাকাউন্ট খোলা হলে তাতে নিষেধাজ্ঞা লংঘন হবে কিনা তা পরিষ্কার করেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ