এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

ভোলার বোরহানউদ্দিনে তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ড. এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মানিকার হাট-বাজারে এ কর্মসূচি পালিত হয়।

তাহরিকে খাতমে নবুওয়াত ভোলা জেলা শাখা আয়োজিত ওই মানববন্ধনে শত শত মানুষ জড়ো হন। এ সময় তারা ড. এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন- তাহরিকে খতমে নবুওয়াত ভোলা জেলা শাখার সভাপতি ইদারাহ্ মাদ্রাসার সুপার মাওলানা মো. ফখরউদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আসলামী, সাংগঠনিক সম্পাদক মাওলাসা মো. ইব্রাহীম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. অজিউল্লাহ বিশ্বাস, মির্জাকালু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জামায়াত নেতা মাওলানা মো. নূরনবী প্রমুখ।

এ সময় বক্তারা এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা অভিহিত করে বলেন, আলেম-ওলামাদের সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই। একটি মহল বিরোধ সৃষ্টি করে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ