‘শুধু একটি অঞ্চল ছাড়া সব জায়গায় ব্যর্থ হচ্ছে রাশিয়া’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার তাদের প্রকাশিত সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর শুধুমাত্র খেরসনে তাদের আজ্ঞাবহ প্রশাসনকে ক্ষমতায় বসাতে পেরেছে। আর সব জায়গায় ব্যর্থ হচ্ছে তারা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি দেখাচ্ছে ইউক্রেনে যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে রাশিয়া এসেছিল সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে তারা।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পরই খেরসন দখল করে। এই অঞ্চলটিকে তারা রাশিয়ার অংশ হিসেবে যোগ করতে এখন কাজ করছে।

বুধবার খেরসেন রাশিয়ার বসানো প্রশাসন জানায়, তারা প্রেসিডেন্ট পুতিনের কাছে অনুরোধ করবেন যেন খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করে নেন তিনি।

তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খেরসনের বাসিন্দারা এটি মেনে নেবে না। তারা এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন রাশিয়ার আগ্রাসী মনোভাবের পরও।

তাছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্য আরও বলছে, যদি খেরসনকে রাশিয়ার অংশ করতে গণভোটের আয়োজন করা হয় তাহলে এই ভোটে ব্যাপক কারচুপি হবে এবং ভোটের ফলাফল নিজেদের পক্ষে দেখাবে রাশিয়া।

সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ