পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর আয়োজন করে ২ বিলিয়ন (২০০ কোটি রুপি) আয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে মহামারি করোনার কারণে আয় কিছুটা কম হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, বর্তমানে পিসিবির ফান্ডে ১৫ বিলিয়ন (দেড় হাজার কোটি রুপি) মজুদ রয়েছে। আগের অর্থবছরে ছিল ১২ বিলিয়ন (১২০০ কোটি রুপি)।
করোনার আগে তথা পিএসএল পঞ্চম আসরের তুলনায় এবার ৭০০ মিলিয়ন (৭০ কোটি রুপি) কম আয় হয়েছে পাকিস্তানের। তবে যা আয় হয়েছে তাতেও খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গত ২৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় পিএসএলের সপ্তম আসর। করোনার কারণে পিএসএলের আর্থিক প্রতিবেদন তৈরি করতে এতদিন বিলম্ব হয়েছে বলে দাবি পিসিবির।
সূত্র: জিও সুপার