মিনহাজ হোসেন, সিটি এডিটর: ফরিদপুর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায়
ইতালী আওয়ামী লীগের অন্যতম নেতা, স্বদেশ-বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
সেই সাথে শামীম হককে সভাপতি পদে আসীন করায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জসীমউদ্দীন।
এক বিবৃতিতে হাজী মোঃ জসিম উদ্দিন বলেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থাকাকালীন ইউরোপের বিভিন্ন দেশের সংগঠনগুলোকে শক্তিশালী করতে তার ভূমিকা ছিল।
দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগকে আরো সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সক্ষম হবেন বলে জসীম উদ্দিন আশা প্রকাশ করেন। তিনি বলেন, শামীম হকের দক্ষ নেতৃত্বের ফরিদপুর জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি ঐক্যবদ্ধভাবে ফরিদপুর জেলা আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
