মিনহাজ হোসেন নগর সম্পাদক: বুধবার দুপুরে লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে একান্ত সাক্ষাৎকালে জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, মেয়রের কাছে সিলেট সিটির মধ্যে দর্শনীয় যে কোন স্থানে বৃহত্তর সিলেটের ইউ কে সহ প্রবাসী মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে, স্মৃতি স্তম্ভ বা নামকরণ করার জন্য। যাতে আমাদের পরর্বতী প্রজন্ম বাংলাদেশ ভ্রমণে গেলে অথবা তাদের পূর্ব পুরুষ বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ভালভাবে বুঝতে বা জানতে পারে।
যে
মুহিবুর রহমানের এ দাবির প্রতি প্রেক্ষিতে মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন ইনশাল্লাহ্ আপনার ন্যায্য দাবি এবং অধিকার অবশ্যই পূরণ করবো। মেয়র বলেন বিমান বন্দর রোডে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন গেইট প্রবাসী মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে ।
তাছাড়া মেয়র সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাখ্যা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র সিনিয়র সহসভাপতি এম এ মুনিম, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর প্রতিষ্ঠাতা সভাপতি অলিউদ্দিন শামীমসহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
