করোনায় আক্রান্ত বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস গতকাল মঙ্গলবার জানিয়েছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানান।

বিল গেটস জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তার অবস্থা খুব গুরুতর নয়। মৃদু উপসর্গ রয়েছে।

সুস্থ না হওয়া পর্যন্ত সেল্ফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
আরেক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি সৌভাগ্যবান যে টিকা নিয়েছি এবং বুস্টার ডোজও নিয়েছি। তার পরেও পরীক্ষা করিয়েছি এবং চিকিৎসাসেবা নিচ্ছি।

করোনাভাইরাসের টিকা এবং পরীক্ষা-নিরীক্ষা ও চমৎকার চিকিৎসাসেবা পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন বলেও জানান বিল গেটস।

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার সময় বিল গেটস মহামারি প্রশমনের ব্যবস্থার সোচ্চার প্রবক্তা ছিলেন। বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য টিকা এবং ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে তিনি আলোচনায় ছিলেন।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ