বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চান না মহেশ বাবু

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। দক্ষিণের অনেক তারকা অভিনয়শিল্পী হিন্দি সিনেমায় কাজ করছেন। কিন্তু হিন্দি সিনেমায় অভিনয় করতে চান না মহেশ। তার ভাষায়—‘বলিউডে কাজ করতে গেলে কেবল সময়ই নষ্ট হবে।’

মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মহেশ। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এ খবর প্রকাশ করেছে।

হিন্দি সিনেমায় অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছেন ৪৬ বছর বয়েসী মহেশ বাবু। কিন্তু সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ ব্যাখ্যা করে মহেশ বাবু বলেন—‘হিন্দি সিনেমায় কাজের অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি মনে করি, তারা আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। সুতরাং আমি সময় নষ্ট করতে চাই না। তেলেগু সিনেমা আমাকে তারকা খ্যাতি ও ভালোবাসা দিয়েছে, আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যেতে চাই না।’

‘সরকারু বারি পাতা’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর সঙ্গে মহেশের এটি প্রথম কাজ। পরশুরাম পরিচালিত এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মহেশ কন্যা সিতারার। আগামী ১২ মে মুক্তি পাবে এটি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ