রাশিয়া ও বেলারুশের ২৬০০ সেনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেনের বুচা শহরে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনে রাশিয়া ও বেলারুশের প্রায় ২ হাজার ৬০০ সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন রোববার এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স ও ইয়াহু নিউজের।

রুশ ও তাদের মিত্র বাহিনীর ক্ষেত্রে ভিসা সংক্রান্ত এক নতুন ঘোষণায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর ২৫৯৬ জন সদস্য এবং বেলারুশের ১৩ সেনা কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের পরিবারও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এক বিবৃতিতে ব্লিংকেন বলেছেন, বুচায় নৃশংসতায় জড়িত রুশ সেনাদের সহায়তাকারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সম্প্রতি রয়টার্স বুচা দখল করা সেনাদের বিস্তারিত উল্লেখ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ সেনারা বুচা ছেড়ে যাওয়ার পর শত শত বেসামরিক লোককে সেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রুশ কর্মকর্তারা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ