ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে চালক ও যাত্রীসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছনে থাকা আরও দুইটি বাস ও একটি প্রাইভেটকার সেগুলোতে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের ২ জন ময়মনসিংহ ও ১০ জন ফুলপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।