সিলেটের পর্যটন কেন্দ্র গুলোর নিরাপত্তা জোরদারের দাবি


মিনহাজ হোসেন ইতালি থেকে: ৩৬০আউলিয়ার পূণ্যভূমি সিলেটের পর্যটন অঞ্চল গোয়াইনঘাট উপজেলার প্রকৃতিকন্যা জাফলং। সারা বছরই এই এলাকায় পর্যটকদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো। সেখানকার নৈসর্গিক প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে যে কাউকে।‌ আর রাতারগুল, লালাখালসহ জাফলেং সেচ্ছাসেবক দ্বারা পর্যটকদের উপর হামলার খবর শোনা যাচ্ছে প্রায়ই। গত কয়েকদিন আগেও রাতারগুল, লালাখালসহ জাফলেং সেচ্ছাসেবক দল
দ্বারা পর্যটকদের উপর হামলার খবর শুনে বাংলাদেশসহ ইউরোপে সিলেটের বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছ । ইতালিস্হ‌ নবগঠিত জালালাবাদ প্রবাসী কল্যাণ‌ পরিষদ ইতালি‌ পক্ষ থেকেও নিন্দা প্রতিবাদ জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘদিনের সিলেটে ঐতিহ্য ও সুনাম যারা নষ্ট করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবিও জানান তারা। আগামীতে এ ধরনের নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। জাফলং থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, যে কোন মূল্যে আগত সকল পর্যটকদের নিরাপত্তার ব্যবস্হা নিতে হবে। এজন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়ারও সরকারের প্রতি জোর দাবি জানান হয়। যতদিন পর্যন্ত পর্যটকরা সঠিক নিরিপত্তা না পাবে এব ততদিন পর্যন্ত প্রবাসীরা প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানান তারা। এবং যে কোন মূল্যে সিলেটের আতিথিয়েতার সুনাম রক্ষা করা করা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ