মিনহাজ হোসেন, নগর সম্পাদক ইতালি:ভাবগম্ভীর পরিবেশ ও ধর্মীয় আমেজের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ইতালি এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রোববার রাজধানী রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সার্ভিস ইতালির কর্ণধার মোহাম্মদ মনির ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও ব্যাবসায়ী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা জানান ঐতিহ্যবাহী বিয়ানীবাজারের সামাজিক এই সংগঠন ঐক্য, শিক্ষা, সেবা, সাংস্কৃতি প্রতিপাদ্যকে সামনে রেখে সবার জন্য কাজ করে যাচ্ছে। শেষে ইফতারের পূর্বে দেশ ও প্রবাসে বসবাসরত সকলের শান্তি সুস্ব্যাস্থ ও দীর্ঘায়ু কামনা করে এবং পরলোকগত সকল মুমিন মুসলমানের আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন।
