ডেস্ক রিপোর্ট: জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালির সভাপতি ও স্বদেশ-বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে দলমত নির্বিশেষে ইতালি প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রোম দূতাবাসের কাউন্সিলর আলহাজ্ব এরফানুল হকের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসীমউদ্দীন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এক অভিনন্দন বার্তায় ইতালী আওয়ামী লীগের অন্যতম নেতা, রোমা ওয়েস্ট বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন বলেন, করোনা মহামারীর কারণে ইতালির সরকারের বিধি-নিষেধের মধ্যেই বিগত দুই বছর আমরা অতিক্রান্ত করেছি। বিধি-নিষেধের মধ্যেই সিয়াম সাধনা এবং ঈদ উদযাপিত হয়েছে বিগত দুই বছর। কিন্তু এবার প্রায় বিধিনিষেধ মুক্ত পরিবেশে আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। আমি মনে করি, এবারের ঈদ হবে উৎসবের, এবারের ঈদ হবে আনন্দের।
জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালির সভাপতি হাজী জসিম বলেন, আমরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের পর বেশকিছু কর্মসূচি গ্রহণ করব। এই সংস্থাটি নির্মল আনন্দের মধ্য দিয়ে প্রবাসীদের খেলাধুলার প্রতি মনোযোগী করার চেষ্টা করবে। রোম দূতাবাসের সহযোগিতায় ইতোপূর্বে বেশকিছু টুর্নামেন্টের কথাও তুলে ধরেন তিনি।
রোমে ভৈরব বাসীদের ইফতার মাহফিলে জনাব জসিম
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার কথাও জানান এই ক্রীড়া সংগঠক।
বিভিন্ন সমাজ সেবার সাথে জড়িত হাজী জসিম দেশীয় সংস্কৃতি এবং কৃষ্টি ইতালিতে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কর্মসূচি গ্রহণের জন্য আহ্বান জানান। এক্ষেত্রেও তিনি ব্যক্তিগতভাবেও সহযোগিতার কথা উল্লেখ করেন।