মিনহাজ হোসেন, ইতালি: আগামীকাল বৃহস্পতিবার ইতালি প্রবাসী ভৈরব বাসীদের উদ্যোগে রোমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোম দূতাবাস গিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের হাতে তুলে দেয়া হয়। জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালির সভাপতি ও স্বদেশ-বিদেশ পত্রিকার চেয়ারম্যান ভৈরবের কৃতি সন্তান হাজী মো: জসিম উদ্দিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, মোঃ বাকের সওদাগর, কাঁপন আহমেদ,জি আর
মানিক । পরে হাজী মোঃ জসিম উদ্দিন বলেন, তারা প্রতি বছরই ভৈরব বাসীর উদ্যোগে রোমে বড় আকারে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। ইতিপূর্বে অন্যান্য রাষ্ট্রদূত গণ এই ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তাই করোনার বিধি-নিষেধের শিথিলের পর আমরা রাষ্ট্রদূত কেউ আমন্ত্রণ জানিয়েছি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ না থাকলে রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অথবা তার কোনো প্রতিনিধি আমাদের এই ইফতার মাহফিলে যোগ দিবেন-এই আশ্বাসও আমরা পেয়েছি। রোমের মন্তানিওয়ালা বায়তুল মোকাররম মসজিদ ২৮ এপ্রিল বৃহস্পতিবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
