টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ নন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার নিজেকে ফিট রাখতে সাদা বলের ক্রিকেটে বেশি গুরুত্ব দিচ্ছেন। খেলেননি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, প্রয়োজন হলে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকবেন মোস্তাফিজ।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিসিবি আয়োজিত ইফতারের পর সাংবাদিকদের পাপন বলেন, ‘কে কোন ফরম্যাট খেলতে চায় তা জানতে আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম। সে অনুযায়ী তাদের রাখা হয়েছে। মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। ও বলেনি টেস্ট খেলতে চায়। কিন্তু সে বলল কি বলল না, সেটা বড় কথা নয়।
আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কাজেই এখন যদি শ্রীলঙ্কা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।’
মোস্তাফিজ শেষবার লাল বলের ক্রিকেট খেলেন গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ২ উইকেট নেন ফিজ। এরপর ঘরে বাইরে মিলিয়ে ৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার কোনোটিতেই ছিলেন না তিনি। বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে লড়ছেন বাঁহাতি এই পেসার।