অস্ট্রেলিয়ার মাঠে ২৪ বছর পর ফের টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালে টেস্ট ম্যাচ খেলতে যেতে পারে টাইগাররা।
এর আগে ২০০৩ সালে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে এবং ২০০৮ সালে অস্ট্রেলিয়ার মাঠে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ দল।
এরপর অস্ট্রেলিয়া ক্রিকেট দল দুইবার বাংলাদেশ সফর করলেও টাইগারদের সফরে যেতে আমন্ত্রণ জানায়নি।
তবে আইসিসির নতুন ভবিষ্যৎ সফর পরিকল্পনায় অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার মাঠে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের।
সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর ২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।
রোববার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ২০২৬ সালে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে এখনো নিশ্চিত হয়নি।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজেরও সফরে আসার কথা রয়েছে। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।
তবে আইসিসির এই নতুন চক্রে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
এ ব্যাপারে বিসিবি পরিচালক বলেন, ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।