শ্রীলংকা সিরিজে সাকিব কি খেলবেন?

ঈদুল ফিতরের পরপরই দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলংকা ক্রিকেট দলের।

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মে বাংলাদেশে আসবে লংকান ক্রিকেট দলটি। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৩ মে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

আসন্ন এ সিরিজকে সামনে রেখে রোববার মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে নির্বাচকদের নিয়ে মিটিং করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সভা শেষে জানা যায়, ঈদুল ফিতরের পরই ক্যাম্প শুরু করার কথা ভাবছে বাংলাদেশ। আগামী ৭ মে ঢাকায় এসে পৌঁছবেন কোচিং স্টাফের সদস্যরা।

লংকান সিরিজে সাকিব আল হাসানের খেলা প্রসঙ্গে রোববার বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, আমি দুই-এক দিনের মধ্যে সাকিবের কাছ থেকেই জানতে পারব। তার সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। যেহেতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত কিছু সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ