করোনাভাইরাসে একদিন বা ২৪ ঘন্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক লাখ ৭ হাজার ৯১৬ জন। এ খবর দিয়েছে অনলাইন সিনহুয়া। শুক্রবার মধ্যরাত পর্যন্ত এই সংক্রমণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, সব মিলে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬২ লাখ ১২ হাজার ৭৫১। আগের ২৪ ঘন্টায় সেখানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২৫ হাজার ৮৪৬। এক সপ্তাহ আগে এই সংখ্যা ছিল এক লাখ ৮৫ হাজার ৫৩৬। এসব তথ্য কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির। মধ্য মার্চে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পিক-এ বা সর্বোচ্চে পৌঁছে।
উচ্চ মাত্রায় ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং সাবভ্যারিয়েন্ট বিএ.২ এর কারণে সেখানে উচ্চ মাত্রায় সংক্রমণ দেখা দেয়। কিন্তু স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ মনে করছে বর্তমানে সেখানে দিনে আক্রান্তের সংখ্যা কমে এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩০ জন আক্রান্ত হয়েছেন ইমপোর্টেড বা বাইরে থেকে সংক্রমণে। মারাত্মক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৩। আগের দিনের তুলনায় এই সংখ্যা ৮৬ কম। মারা গেছেন আরও ২৭৩ জন। সব মিলে সেখানে করোনায় মৃত্যুসংখ্যা ২০ হাজার ৮৮৯।
