রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, আশঙ্কা জেলেনস্কির

ইউক্রেন যুদ্ধে পুতিন কৌশলপূর্ণ পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এই আশঙ্কার কথা জানান।

জেলেনস্কি বলেন, পুতিনের কাছে ইউক্রেনের জনগণের জীবনের কোনো মূল্য নেই। সুতরাং, তিনি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শুধু আমি নই, সমগ্র বিশ্বকে উদ্বিগ্ন থাকার কারণ রয়েছে। এ সময় তিনি বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এটা তথ্য সত্য না হতে পারে, কিন্তু এই ঘটনা সত্য হতে পারে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। হামলার আজ ৫০তম দিন। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চল দখলে নেওয়ার চেষ্টা করছে। এই যুদ্ধে প্রায় ৪৫ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ