‘ডুবে যাচ্ছে রাশিয়ার সেই বিশাল যুদ্ধ জাহাজ’

বুধবার স্থানীয় সময় রাতে রাশিয়ার যুদ্ধজাহাজ মোস্কভাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।

তারা আরও দাবি করেছে, তাদের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার বিশাল এ যুদ্ধ জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে।

জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছে রাশিয়াও। তারা জানিয়েছে, আগুন লেগে সেখানে থাকা অস্ত্রে বিস্ফোরণে ক্ষতি হয়েছে জাহাজটির।

তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, জাহাজটির ক্ষতি হলেও এটি ডুবে যায়নি। এখনো সমুদ্রের ওপরই আছে।

তবে রাশিয়ার এমন দাবির কয়েক ঘণ্টা পর ইউক্রেন জানিয়েছে, বিশাল মোস্কভা ধীরে ধীরে সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে।

ইউক্রেনের দক্ষিণের সেনা কমান্ড জানিয়েছে, তাদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি।

তারা আরও জানিয়েছে, রাশিয়ার উদ্ধারকারী জাহাজ তখন উদ্ধার করতে ছুটে আসে। কিন্তু বিশাল রণতরী মোস্কভাতে থাকা অস্ক্রের বিস্ফোরণ ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যহত হয়।

তারা আরও জানিয়েছে, এর ফলে জাহাজটি এখন হেলে পড়েছে এবং ধীরে ধীরে তা সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাচ্ছে।

রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ জাহাজটিতে ১৬টি জাহাজ বিধ্বংসী ‘ভুলকান’ ক্ষেপণাস্ত্র ছিল। যেগুলো ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
জানা গেছে, ১২ হাজার ৫০০ টন ওজনের জাহাজটিতে ৫১০ জন মানুষ ছিল।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ