পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশটির জাতীয় পরিষদে বক্তৃতা দেন।
আর নিজের প্রথম বক্তৃতাতেই পাকিস্তানের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার রুপি। যা ১ এপ্রিল থেকেই কার্যকর হিসেবে বিবেচিত হবে।
এদিকে এর আগে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বক্তব্যের শুরুতে তিনি পাকিস্তানকে রক্ষা করায় আল্লাহকে ধন্যবাদ জানান।
তিনি তার বক্তব্যে আরও বলেন, পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
এর মাধ্যমে খারাপের ওপর ভালোর কতৃত্ব স্থাপন হয়েছে বলেও মন্তব্য করেন শেহবাজ।
মুসলিম লিগ-এন এর প্রধান নেতা আরও বলেন, পাকিস্তানের ইতিহাসে এটি একটি বড় দিন। কারণ সংবিধান ও বৈধভাবে একজন সিলেক্টেক প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তাছাড়া ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়ে অবৈধ পন্থাকে মাটি চাপা দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদন জানান।
সূত্র: জিও নিউজ