স্পেন প্রবাসী রাসেল হাওলাদারের নড়িয়া উপজেলায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্পেন প্রতিনিধি :স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচ এম রাসেল হাওলাদারের উদ্যোগে শাহজাহান রিনা চেরিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে নড়িয়া উপজেলার ২ হাজার স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে ভোজেশ্বর হাট সংলগ্ন শাহজাহান হাওলাদারের বাড়ি থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম রাসেল হাওলাদার হতদরিদ্রদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এসময় রাসেল হাওলাদারের মা রিনা ও বাবা শাহজাহান হাওলাদার উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিড়া, খেজুর, চিনিসহ অন্যান্য সামগ্রী|
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এইচ এম রাসেল হাওলাদার বলেন, আমরা প্রতি বছর রমজান ও কুরবানীতে আমাদের পরিবারের যত ধরনের আয় হয় তার মধ্যে থেকে শুধু গরীব অসহায়দের জন্য ত্রাণ বিলিয়ে থাকি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এবং আমি যতদিন বেঁচে থাকব গরিব অসহায়ের পাশে থাকবো এবং সমাজের উন্নয়নমূলক কাজ করে যাবে ইনশাল্লাহ।
করোনা সংকটে মানুষ যখন দিশেহারা এবং অসহায় জীবনযাপন করেছিল ঠিক তখন থেকেই স্পেন প্রবাসী রাসেল হাওলাদারের প্রতিষ্ঠিত আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত অসংখ্য পরিবারকে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে আসছে। শুধু ভোজেশ্বর নয়, আশেপাশের ৪টি ইউনিয়নে যেমন-জপসা,ফতেজঙ্গেপুর,বিঝারী ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ