ইতালি আওয়ামী লীগ বোলজানো শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

ইতালি প্রতিনিধি : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বোলজানো বাংলা আইডিয়াল স্কুলে ইতালি আওয়ামীলীগ বোলজানো শাখার উদ্দোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বোলজানো আওয়ামী লীগের সভাপতি এম রহমান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বোলজানো সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সিরাজুল হক, মাস্টার তাজুল ইসলাম। বোলজানো আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির,যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, রবি খান আসরাফুল আলম, সালাউদ্দিন, কলিম মোহাম্মদ, সহ বোলজানো বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা অংশ গ্রহণ করে দিবসটিকে অলংকিত করে তুলেন।

বক্তারা বলেন ১৯৭১সালের ২৫শে মার্চ পাকিস্তানের পাক হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে কালো রাত কায়েম করে, বাংলার জনগনের উপর যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। তখন জাতির জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্যের মাধ্যমে যুদ্ধের সুচনা হয়।

যাদের আত্ম ত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতা তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা লায়েক আহমেদ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ