শৈত্যপ্রবাহের বিস্তার আবার বাড়তে পারে

এক দিনের ব্যবধানে দেশে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস। তবে শৈত্যপ্রবাহের বিস্তার সাময়িকভাবে কমে এসেছে। গতকাল রোববার দেশের ৯ জেলায় শৈত্যপ্রবাহ বইছে, যেখানে তার আগের দিন শনিবার ছিল ১৯ জেলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার থেকে আবার তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, আর শৈত্যপ্রবাহও বিস্তৃতি বাড়াতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি এবং শুক্রবার ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ধরে রেখেছে এ জনপদ। গতকাল সকালে কুয়াশা কাটতেই রোদ উঠেছে, যা স্থানীয়দের কিছুটা স্বস্তি দিয়েছে।

শনিবারের তুলনায় গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে, আর শৈত্যপ্রবাহের এলাকা কমেছে। রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সার্বিকভাবে তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা গেলেও এর মানে এই নয় যে, শৈত্যপ্রবাহ থেমে যাবে। সোমবার থেকে তাপমাত্রা আবার কমতে পারে।

গত সপ্তাহে শৈত্যপ্রবাহের বিস্তার বেশ ওঠানামা করেছে। শুক্রবার ছিল ২০ জেলায়, বৃহস্পতিবার ছিল ২৪ জেলায়। বুধবার নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল– এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন।

রাজধানীতে তাপমাত্রার চিত্র ভিন্ন। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যেখানে শনিবার ছিল ১২ দশমিক ৪ এবং শুক্রবার ছিল ১২ দশমিক ২ ডিগ্রি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান এখানে বাড়ছে, আর এই ব্যবধান বাড়লে দিনে তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকে, রাতে ঠান্ডা থাকে– এমন প্রবণতা আরও কয়েক দিন বজায় থাকতে পারে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ