ঘরে একা পেয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিবন্ধী এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল ওরফে লাল শাহকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন।

মামলার বাদী বলেন, জন্মগতভাবেই তার মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ওর পা দুর্বল হওয়ায় হাঁটতে কষ্ট হয়; তার কথাও স্পষ্ট নয়। মেয়েটির বাবা মারা গেছেন দীর্ঘদিন হয়েছে। শনিবার মেয়েকে বাড়িতে রেখে প্রয়োজনীয় কাজে বাইরে যাই। এ সুযোগে প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল ওরফে লাল শাহ  বিকালে বাড়িতে নিজ ঘরে মেয়েকে ধর্ষণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুই ব্যক্তি বলেন, প্রতিবন্ধী ওই মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে তারা শুনেছেন। ঘটনা জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় ওঠে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে নবীনগর থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত আসামিকে গ্রেফতার করেছি। মেয়ের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। রোববার সকালে আসামি আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ