৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে দুইজন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।

মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় রিসোর্ট আকাপুলকোর কাছে। ভূমিকম্পের পর ৪০০টিরও বেশি আফটারশক হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে উৎপত্তিস্থল ছিল আকাপুলকোর প্রায় ৫৭ মাইল উত্তর-পূর্বে পাহাড়বেষ্টিত গুয়েরোর র‍্যাঞ্চো ভিয়েজো থেকে ২ দশমিক ৫ মাইল উত্তর-পশ্চিমে ২১ দশমিক ৭ মাইল (৩৫ কিলোমিটার) গভীরে।

গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো জানান, সেখানে ৫০ বছর বয়সি এক নারী মারা গেছেন। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ৬০ বছর বয়সী এক পুরুষের মৃত্যুর তথ্য দিয়েছেন। তিনি জানান, ১২ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের সময় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম। ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন। তবে এর কিছুক্ষণ পরেই শিনবাউম পুনরায় প্রেস ব্রিফিং শুরু করেন।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আকাপুলকোর আশেপাশে এবং রাজ্যের অন্যান্য মহাসড়কে ভূমিধসের খবর জানিয়েছে।

গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদো বলেছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ৫০ বছর বয়সি এক নারী ভবন ধসে মারা গেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটি থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।

এপি বলছে, কম্পন শুরু হওয়ার পর পরই মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দারা রাস্তায় ছুটে আসেন। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানিয়েছেন, একটি ভবন খালি করার সময় পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে সঙ্গে ঢাকার সময়ের সময়ের পার্থক্য ১২ ঘণ্টার কিছু বেশি।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ