হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। তারা ঘোষণা দিয়েছেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি লেকচার থিয়েটার, ভিসি চত্বর ও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে পৌঁছে অবরোধে পরিণত হয়।

মিছিলে শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং হত্যার বিচারের নিশ্চয়তা দিতে না পারে, তবে সেই সরকারের কোনো নৈতিক অধিকার নেই।

অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেছে। এগুলো হলো- দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার সম্পন্ন করা, হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গোয়েন্দা সংস্থা (যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড) যুক্ত করা, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা দায়ীদের চিহ্নিত ও গ্রেপ্তা‌র করা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, শহীদ ওসমান হাদি নিজের জন্য কখনো নিরাপত্তা চাননি; তিনি চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হোক। তার রক্তের দাবি কখনো মুছে যাবে না।

সমাবেশে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার যদি ন্যূনতম বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা রাস্তায় নামছি কারণ অন্য উপায় নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার বলেন, হাদির রক্তের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। আমাদের আজাদীর লড়াই ও ইনসাফের লড়াই চলবে।

অবস্থান কর্মসূচিতে নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। নেতারা জানান, প্রয়োজন হলে তারা দিনরাত শাহবাগে অবস্থান চালাবেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ