হংকংয়ে একাধিক আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে বুধবার হংকংয়ের সরকার জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, কিছু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

সরকারের তথ্য সেবা বিভাগের একজন প্রতিনিধি বলেছেন, অগ্নিকাণ্ডে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এছাড়া আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

এএফপি বলেছে, অগ্নিকাণ্ডে অন্তত একজন পুরুষ ও একজন নারীকে গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে পুলিশ কিছু বাসিন্দা আটকা পড়ার খবর পেয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বিভাগ বলছে, ‌‌ভবনের বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‌‌অগ্নিকাণ্ড-কবলিত এলাকায় লোকজনকে যাতায়াত না করার জন্য পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ। গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি ভবনের মাচায় লাগা আগুনে অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ