‘ফার্স্ট লাভ’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে নীলার

২০২৩ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় মুকুট জয়ী শাম্মি ইসলাম নীলা। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর নিয়মিত অভিনয় করার কথা থাকলেও তাঁকে পর্দায় খুব একটা দেখা যায়নি। মাঝেমধ্যে দু–একটি নাটকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে চলতি বছরের শুরুতে হঠাৎ বিয়ে করায় অনেকে ভেবেছিলেন, তিনি হয়তো সংসারেই মন দিচ্ছেন। তবে সেই ধারণা ভুল প্রমাণ করে এবার পুরোপুরি নায়িকা হিসেবে অভিনয় শুরু করছেন নীলা।

নায়িকা হিসেবে শাম্মি ইসলাম নীলা প্রথম অভিনয় করলেন ওয়েব ফিল্মে। নাম ‘ফার্স্ট লাভ’। অভিষেকযাত্রায় তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিল্মটির ট্রেলার প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনয়শিল্পীসহ ওয়েব ফিল্মটির কলাকুশলীরা।

এসময় শাম্মি ইসলাম নীলা বলেন, “আজকের দিনটা আমার জন্য বিশেষ। অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন, অভিনেত্রী হিসেবে আমাকে কবে দেখা যাবে? আমি চেয়েছিলাম এমন একটি কাজ দিয়ে শুরু করতে, যা সবার মনে থাকবে। আমার মনে হয়, ‘ফার্স্ট লাভ’ সেই অপেক্ষার শেষ করবে।”

তিনি আরও বলেন, “সব মিলিয়ে ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে। যারা দেখবেন, তাঁরাও জীবনের কোনো না কোনো মুহূর্তে গল্পের সঙ্গে মিল খুঁজে পাবেন। আমি এমন একটি কাজ করতে চেয়েছিলাম, যা মানুষের মনে গেঁথে থাকবে। দর্শকরাও মানসম্মত কাজ দেখতে চান, আর এখানে তা পাবেন। আমি খুবই আশাবাদী।”

হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে শুধু রোমান্স নয়; মিশে আছে পরিবার, বন্ধুত্বের উষ্ণতা ও ছাত্রজীবনের স্মৃতি। ৯০ মিনিট দৈর্ঘ্যের ফিল্মটি পরিচালনা করেছেন রাখি নিজেই।

ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব। তিনি বলেন, “ফার্স্ট লাভ’ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ কাজ। গল্পে যিনি নায়িকা, তাঁর এ নাটকের মাধ্যমেই অভিষেক হচ্ছে। সে কারণেই নাম রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, “‘ফার্স্ট লাভ’ আমার নিজের লেখা গল্প। এটি আমার জন্য একটি নতুন জার্নি। দর্শকরাও একটি সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে ফিল্মটি উপভোগ করবেন বলে আশা করি।”

ফিল্মটির প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার হেড আনোয়ারুল আলম সজল জানান, আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় ফিল্মটি মুক্তি পাবে। দর্শকরা এতে কিছুটা সিনেমাটিক অনুভূতিও পাবেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ