ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপ রাইসিং স্টার টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট এ দলকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থার সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন। শুক্রবার বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করায় এক বিবৃতিতে টাইগারদের এই অভিনন্দন জানান জনাব জসিম। তিনি বলেন ফাইনালেও প্রতিপক্ষকে পরাজিত করে বাংলাদেশ শিরোপা অর্জন করবে বলে তার বিশ্বাস। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোচ এবং ক্রিকেট টিমের সকলকে অভিনন্দন জানান।
সুপার ওভারে ভারতকে হারিয়ে আগেই এশিয়া কাপ রাইজিং
স্টারসের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। আকবর আলী ও রিপন মন্ডলদের অপেক্ষা ছিল প্রতিপক্ষ কে হবে—আজ সেই প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল।
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ