রাভিনার রূপকথার বিয়ে কী বদলে দেয় উদয়পুরের চিত্র

বলিউড তারকা রাভিনা ট্যান্ডন শুধু তার অভিনয় নয়, ব্যক্তিজীবন নিয়েও বহুবার শিরোনামে এসেছেন। ২০০৪ সালে ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে তার বিয়ে ছিল রূপকথার গল্পের মত। নায়িকার বিয়ের রাজকীয় আয়োজনই উদয়পুরকে বিশ্বজুড়ে জনপ্রিয় ওয়েডিং ডেস্টিনেশন বানানোর পথ দেখায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে জানিয়েছে, উদয়পুরের লেক পিচোলায় জগমন্দির প্যালেসে হয়েছিল রাভিনার বিয়ে মূল অনুষ্ঠান। বিয়ের আগে সব রীতি-অনুষ্ঠান জমকালোভাবে হয় শিব নিবাস প্যালেসে। মেহেদি সন্ধ্যায় রাভিনা পরেছিলেন মুঘল স্টাইলের কেরি ওয়ার্ক শারারা। বিয়ের দিন তিনি চড়ে আসেন ১০০ বছরের পুরোনো একটি পালকিতে, যা একসময় মেওয়ারের রানির ছিল।

মায়ের ৩৫ বছরের পুরোনো বিয়ের শাড়ি নতুনভাবে রুপান্তর করে রাভিনার বিয়ের লেহেঙ্গা তৈরি করেন দিল্লির ডিজাইনার মানব গাঙ্গওয়ানি, যা ছিল সেমিপ্রেশাস স্টোন ও সোনার সুতার কারুকাজ।

রাভিনার বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে উদয়পুর। আন্তর্জাতিকভাবেও ডেস্টিনেশন ওয়েডিংয়ের মানচিত্রে জায়গা পায় শহরটি। এরপর থেকে বহু তারকা ও ধনীদের বিয়ে হয় এখানে। ২০২০ সালের হিসাবে উদয়পুরের ওয়েডিং ইন্ডাস্ট্রি ৫০০ কোটি রুপির বেশি অতিক্রম করেছে।

রাভিনার পর ২০০৭ সালে এলিজাবেথ হারলি ও অরুণ নায়ারের বিয়ে অনুষ্ঠিত হয় উদয়পুরের বিভিন্ন রাজকীয় স্থাপনায়। এরপর নীল নিতিন মুকেশ ও রুকমিনী সাহায়ের তিন দিনের বিয়েও অনুষ্ঠিত হয় এই শহরে।

২০২৩ সালে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়েও হয় লেক পিচোলার মাঝে অবস্থিত দ্য লীলা প্যালেসে।

এ ছাড়া বহু প্রভাবশালী পরিবার, অভিনেতা ও ব্যবসায়ীর বিয়ে উদয়পুরে হয়েছে, যা শহরটিকে ভারতের শীর্ষ ওয়েডিং ডেস্টিনেশনদের তালিকায় স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছে। সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ