বাংলাদেশ সীমান্তবর্তী আসামের ধুবরিতে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসামের ধুবরি এলাকায় নতুন একটি সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এই ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। এটি নিরাপত্তা অবকাঠামো ও সামরিক বাহিনীর সম্প্রসারণ ও পুনর্গঠনের চলমান প্রক্রিয়ার অংশ।

আসামের ধুবরি এলাকা বাংলাদেশ ছাড়াও ভূটানের সীমান্তের কাছাকাছি। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী হওয়ায় ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতের সেনাবাহিনী। এটি সশস্ত্র বাহিনীর জন্য রসদ সরবরাহ, প্রশিক্ষণ ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি সীমান্ত অঞ্চলে গজরাজ কর্পস পরিদর্শন করেছেন। এ সময় তিনি আসামের ধুবরিতে ‘লাচিত বরফুকন মিলিটারি স্টেশন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঘাঁটিটির নামকরণ করা হয়েছে ব্রহ্মপুত্র তীরের প্রাচীন আহোম সাম্রাজ্যের সেনাপতি লাচিত বরফুকনের নামে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠায় সহযোগিতা ও সক্রিয় ভূমিকার জন্য আসাম সরকার এবং বেসামরিক প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি গজরাজ কর্পসের সদস্যদের পেশাদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টারও প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ