আল আজহারের গ্র্যান্ড ইমাম ও ইতালির রাষ্ট্রপতির শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপ আলোচনা

রোমে অনুষ্ঠিত ‘ডেয়ার ফর পিস’ আন্তর্জাতিক শান্তি সভার পার্শ্ববৈঠকে আল আজহারের গ্র্যান্ড ইমাম ও মুসলিম কাউন্সিল অফ এল্ডার্সের চেয়ারম্যান ড. আহমেদ আল তায়িব সোমবার (২৭ অক্টোবর) ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলার সাথে সাক্ষাৎ করেন। এই সভাটি সান্ত’এজিডিও কমিউনিটি কর্তৃক আয়োজিত হয়েছিল যার মূল ভাবনা ছিল ‘সাহসী শান্তি’।

গ্র্যান্ড ইমাম আল আজহার আল শরিফ ও মুসলিম কাউন্সিল অফ এল্ডার্স ইসলামের মূল নীতি ও সহানুভূতিশীল চিত্র তুলে ধরতে শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যই আল আজহারকে বৈশ্বিক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সংলাপে চালিত করেছে যার ফলস্বরূপ ২০১৯ সালে পোপ ফ্রান্সিসের সাথে ‘মানব ভ্রাতৃত্বের দলিল’ স্বাক্ষরিত হয়। তিনি উল্লেখ করেন জাতিবাদ, চরমপন্থা ও ঘৃণার মোকাবিলায় সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া অপরিহার্য। তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি ইতালীয় জনগণের সমর্থনকে সাধুবাদ জানান।

রাষ্ট্রপতি মাত্তারেলা শান্তি ও মানব ভ্রাতৃত্বের মূল্যবোধ এগিয়ে নিতে ড. আল তায়িবের প্রচেষ্টার প্রশংসা করেন এবং মানব ভ্রাতৃত্বের দলিলকে বিশ্ব শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি পোপ ফ্রান্সিস ও গ্র্যান্ড ইমামের মধ্যে চলমান সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন যা সহাবস্থান ও স্বীকৃতির জীবন্ত উদাহরণ।

ইতালীয় রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং গাজার উপর আগ্রাসন বন্ধে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এলসিসির নেতৃত্বে মিশরের নিবিড় প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি সংলাপকে সকল পক্ষের চুক্তির ভিত্তি করার উপর জোর দেন। গ্র্যান্ড ইমাম নারী ক্ষমতায়ন ও শান্তি বিনির্মাণে তরুণদের প্রস্তুত করার ক্ষেত্রে আল আজহার, মুসলিম কাউন্সিল অফ এল্ডার্স এবং ক্যাথলিক চার্চের মধ্যে সংলাপের ফলপ্রসূ ফলাফলের কথা জানান এবং পোপ ফ্রান্সিসের সাথে সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ